Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
এলজিইডি মানিকগঞ্জ এর ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলার সদর উপজেলার নালোড়া চরবেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উপ-প্রকল্প এলাকায় পটগান ও নাটক প্রদর্শনী আয়োজন।
Details

ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে,  জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং এলজিইডি মানিকগঞ্জ এর ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলার সদর উপজেলার নালোড়া চরবেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উপ-প্রকল্প এলাকায় পটগান ও নাটক প্রদর্শনী ২৮ এপ্রিল ২০২৪ তারিখে আয়োজন করা হয়। মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক (পিডি) আবু সাইদ মো. শাহেদুর রহিম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাইকার প্রতিনিধি ইওজিরো সেকিগুচি ও মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি এর সদর উপজেলা  প্রকৌশলী মো. মিজানুর রহমান, নালোড়া চরবেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সদর উপজেলার সমবায়, প্রানীসম্পদ কর্মকর্তা, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, পরামর্শক বৃন্দ এবং এলজিইডি মানিকগঞ্জের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং নালোড়া চরবেতিলা গোবিন্দপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তিন শতাধিক সদস্যগণ। অনুষ্ঠানে পানি নিয়ে দুইটি পটগান ও একটি নাটক মঞ্চায়িত হয়। পটগান ও নাটকের মাধ্যমে পানির গুরুত্ব, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে প্রকল্প এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও এলজিইডি এর ভূমিকা তুলে ধরা হয়।

Attachments
Publish Date
29/04/2024
Archieve Date
01/04/2040